এখন পরীমনির কথা শুনছে রাজ

বছরের শুরুতে হঠাৎ করেই ঢাকাই ছবির তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনির সম্পর্কের ফাটল ধরে। দুজনই বসুন্ধরার বাসা থেকে বেরিয়ে যান। দুজনের সম্পর্ক নিয়ে সপ্তাহখানেক ধরে টানাপোড়েন চললেও পরে আবার জোড়া লেগেছে। এখন এক বাসায়, একসঙ্গে বসবাস করছেন তাঁরা।

বাসায় ফেরার পর পরীমনি প্রথম আলোকে জানিয়েছিলেন, সন্তানের দিকে তাকিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে রাজকেও এগিয়ে আসতে হবে। তাঁদের সুন্দর জীবনের জন্য রাজকে নিজের কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। সেভাবেই তাঁকে বোঝাচ্ছেন পরীমনি।

এ পর্যায়ে এসে পরীমনির সেই চেষ্টার ফলাফল কতটুকু? জানতে চাইলে পরীমনি বলেন, ‘প্রথম দিকে বোঝানোর সময় রাজ একটু পাগলামি করেছে। বেশ কয়েক দিন হয়ে গেল আস্তে আস্তে তার নিজের ভালো বুঝতে পারছে। এখন মোটামুটি ঠিকঠাক হয়েছে সে। আমার কথা রাজ শুনছে। এক দিনে তো আর সব অভ্যাস পরিবর্তন করতে পারবে না, একটু সময় তো লাগবেই।’

১০ জানুয়ারি সন্তান রাজ্যের বয়স ৫ মাস পূর্ণ হয়েছে। দুজন মিলে বাসায় কেক কেটে সন্তানের বয়স উদ্‌যাপন করেছেন তাঁরা
১০ জানুয়ারি সন্তান রাজ্যের বয়স ৫ মাস পূর্ণ হয়েছে। দুজন মিলে বাসায় কেক কেটে সন্তানের বয়স উদ্‌যাপন করেছেন তাঁরা
এ দিকে ১০ জানুয়ারি সন্তান রাজ্যের বয়স ৫ মাস পূর্ণ হয়েছে। দুজন মিলে বাসায় কেক কেটে সন্তানের বয়স উদ্‌যাপন করেছেন তাঁরা।

পরীমনি বলেন, ‘রাজ রঙিন বেলুন দিয়ে ঘর সাজিয়েছিল। রাতে আমরা দুজন মিলে বাবুকে সঙ্গে করে কেক কেটেছি। প্রতিদিনই যেন একটু করে রাজ্য বড় হচ্ছে। এই তো সেদিন রাজ্যের জন্ম হলো, দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল, ভাবলে অবাক লাগে! মনে হচ্ছে, প্রতিদিনই একটু একটু করে রাজ্য বড় হচ্ছে। শুয়ে শুয়ে প্রতিদিনই নতুন নতুন অ্যাক্টিভিটি করছে। তার দিকে তাকিয়ে তাকিয়ে সেসব দেখি, কী যে ভালো লাগে।’

রাজ্যের ‘পরিবর্তন’ নিয়ে পরীমনি আরও বলেন, ‘সপ্তাহখানেক হলো রাজ্যের মধ্যে পরিবর্তন এসেছে। আগে তো সারা রাত ঘুমাত। সকাল ছয়টায় উঠে পড়ত। এখন সারা রাত জেগে থাকে, সকালে ঘুমায়। আমাদের দুজনকেও জেগে থাকতে হয়।’

২০ জানুয়ারি পরীমনির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে। বেশ আগে থেকেই ছবিটির প্রচারে আছেন পরীমনি। এরই মধ্যে ঢাকায় বেশ কয়েকটি স্কুলে প্রচার চালিয়েছেন। শিগগিরই চট্টগ্রামে যাবেন। সিনেমার প্রচারেও সন্তানকে সঙ্গে রাখেন ঢাকাই ছবির এই নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *