ঈদ মোবারক শুভেচ্ছা, এসএমএস এবং ছবি

১.নতুন সকাল নতুন দিন, শুভ হোক ঈদের দিন।নতুন রাত বাকা চাঁদ,রঙিন হোক ঈদের রাত।…. ঈদ মোবারক….

২.শুভ রজনী,শুভ দিন, রাত পোহালেই ঈদের দিন। উপভোগ করবে সারাদিন, ঈদ পাবে না প্রতিদিন। দাওয়াত রইলো ঈদের দিন।… ঈদ মোবারক…

৩. মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি একদিন। কাপড় চোপড় কিনে নিন, গরিবদের খবর নিন,দাওয়াত রইল ঈদের দিন।…. ঈদ মোবারক….

৪. পড়েছে আজ ঈদের নজর, তাইতো পেলাম ঈদের খবর। হাসতে চাঁদ আজ জুড়ে আকাশ, সবাই পেল ঈদের বাতাস। ঈদ মোবারক

৫.  ঈদ মানে আকাশে নতুন চাঁদ, ঈদ মানে নতুন চাওয়া পাওয়ার স্বাদ, ঈদ মানে মেহেদি রাঙা হাত।  ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত। ঈদ মোবারক

৬. ভোর হলো দোর খোলো, চোখ মেলে দেখরে। রোজা শেষ রোজা শেষ, ঈদ চলে এলো রে…। …..ঈদ মোবারক..,,,

৭. আনন্দের এই সময়গুলো কাটুক থেমে থেমে, বছরজুড়ে তোমার তরে ঈদ আসুক নেমে।… ঈদ মোবারক….

৮.ঈদ মানে হাসি, ঈদ মানে আশা। ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা। ঈদ মানে দূর আকাশে মিষ্টি চাঁদের হাসি, ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি। ঈদ মোবারক।

৯. ঈদের দাওয়াত তোমার তরে, আসবে তুমি আমার ঘরে। কবুল করো আমার দাওয়াত, না করলে পাবো আঘাত। তখন কিন্তু  দেবো আড়ি, যাব না আর তোমার বাড়ি। ঈদ মোবারক। 

১০.আমার বাড়ি আইসো সখি নতুন সাজে সেজে, ঈদের পোশাক দিব তোমায়  বইসো  আমার  পাশে। পোলাও কোর মার সাথে দিব সেবেনাপ খেতে। ঈদের দিন করব মাস্তি দুজন মোরা মিলে, ঈদ মোবারক।

ঈদ মোবারকের ছবি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *