আজব সেই সাহাবি গাছের গল্প

আলহামদুলিল্লাহ এই সেই সাহাবি গাছ। 

১৪০০ বছরের আগের সেই গাছ,. 

যেইখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছিলেন। 

জীবিত সাহাবী গাছের ইতিহাস

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। পৃথিবীতে একটি মাত্র ডেড সি (Dead sea) বা মৃত সাগর রয়েছে যেটি জর্ডানে অবস্থিত। সেদেশের   মরুভূমি প্রধান এলাকার সাফাঈ নামক স্থানে অলৌকিকভাবে গত ১৫০০ বছর ধরে দাঁড়িয়ে আছে রাসূল (স.) এর শৈশবের স্মৃতিবিজড়িত এক গাছ।

প্রিয় রাসূল (সাঃ)এর সুহবতে স্মৃতি বিজড়িত এ গাছটি’সাহাবি গাছ'(The Blessed Tree)নামে পরিচিত। প্রিয় নবীর ১২ বছর বয়সে ৫৮২ খ্রিষ্টাব্দে তাঁর চাচা আবু তালিবের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে জর্ডানের শত শত কিলোমিটার ব্যাপী বিস্তৃত উত্তপ্ত মরুভূমীতে ক্লান্ত হয়ে বিশ্রামের জায়গা খুঁজছিলেন।

কিন্তু কোথাও কোনো জায়গা না পেয়ে শেষে লতা-পাতা হীন শীর্ণ ও মৃতপ্রায় এক গাছের নিচে আশ্রয় নেন তারা।তখন সে কাফেলায় রাসূল (স.) থাকার কারণে  ছায়া প্রদানের জন্য আল্লাহর নির্দেশে ঐ গাছটি সজীব হয়ে উঠে।আর সেই গাছটিই বর্তমানে’সাহাবী গাছ’।আশ্চর্যের বিষয়,গাছটি যেখানে অবস্থিত তেমন স্থানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয় এবং আশে পাশের কয়েক শত কিলোমিটারের মধ্যে আর কোনো গাছ নেই।উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে সবুজ পত্র পল্লবে ভরা গাছটি এখনও একা দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে এবং সে সাথে প্রিয় রাসূল (সাঃ) এর স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *